পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৩ আগস্ট, ২০২২

পাম পারা রারা রাম

 

What a wonderful lyric!
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸



পাম পারা রারা রাম
যা ঘটছে তা কেনো ঘটছে
তুমিও জানোনা, না জানি আমি
পাম পারা রারা রাম
কি জানি - হয়তো আমরাই গড়ি কাহিনী
নাকি কাহিনীর ভেতরেই আমরা?
পাম পারা রারা রাম
কভূ কভূ যে এ আধাআধা লাগে,
আধা তুমি লিখে দাও আর বাকী আধা থেকে যাক
থেকে যাক
জীবন যেন বারিধারা পানি
আধা ধরে রাখ তুমি বাকী আধা বয়ে যাক
বয়ে যাক
আমরা সমুদ্রের এক বিন্দু জল
নাকি আমরা নিজেরাই সমুদ্র
পাম পারা রারা রাম
এই সব কিছু রয়েছে হাতের রেখাতে লেখা
নাকি এই জীবন চলে আমাদের আপন ইচ্ছায়
এসব বোঝার মত বোধশক্তি আমাদের
মাঝে আছে কি
নাকি না বোঝার মধ্যেই রয়েছে আসল বোধ
কলির উপরে বসে থাকা প্রজাপতির মত
কখনও থমকে যাক কখনও উড়ে যাক
উড়ে যাক
জীবন যেন বারিধার পানি
আধা ধরে রাখ তুমি বাকী আধা বয়ে যাক
বয়ে যাক
প্রয়োজনের চেয়ে কি এ কিছু বেশি
নাকি এ প্রয়োজন থেকে কম?
পাম পারা রারা রাম
কি জানি- হয়তো আমরাই গড়ি কাহিনী
নাকি কাহিনীর ভেতরেই আমরা?
পাম পারা রারা রাম
Original Hindi Song: Kahani
Movie: Laal Singh Chaddha
Singer: Mohan Kannan
Music: Pritam
Hindi Lyrics: Amitabh Bhattacharya
বাংলা অনুবাদ: Mamun M. Aziz

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন