কোভিডে সত্তুর লাখ মরেছে মানুষ আবার কেউ ঠিকই ফাঁকতালে হয়ে গেছে বা হচ্ছে বেনিফিটেড,
কাতারে কাজ করতে করতে মরেছে কয়েক হাজার কিন্তু ফুটবল বানিজ্য আর আমাগো বিনোদন হাই রেটেড!
যুদ্ধে ইউক্রেনে বাড়ি ঘর সব পোড়া ছাই ধূলো, অথচ ঠিকই কেউ বানাচ্ছে আর বেঁচছে আড়ালে অস্ত্রশস্ত্র,
কেউ প্রবল শীতে কাপড়ের অভাবে কাঁপছে নিদারুন আর কোথাও বিনোদনের খোরাগ যেন শুধুই ‘বিবস্ত্র’!
উচ্চ ট্যাক্স, ইনফ্লেশন, চড়া হারে সুদ- মানিটরি পলিসির প্যাঁচ, কিংবা রিসেসসন সবই গরীবের উপরই শোষণ,
যুদ্ধে ইউক্রেনে বাড়ি ঘর সব পোড়া ছাই ধূলো, অথচ ঠিকই কেউ বানাচ্ছে আর বেঁচছে আড়ালে অস্ত্রশস্ত্র,
কেউ প্রবল শীতে কাপড়ের অভাবে কাঁপছে নিদারুন আর কোথাও বিনোদনের খোরাগ যেন শুধুই ‘বিবস্ত্র’!
উচ্চ ট্যাক্স, ইনফ্লেশন, চড়া হারে সুদ- মানিটরি পলিসির প্যাঁচ, কিংবা রিসেসসন সবই গরীবের উপরই শোষণ,
গোটা কয়েক পুঁজিকর্তা আর বানিজ্য মাফিয়ার কাছে নব্বই ভাগ অর্থ সব - ইহা রিয়েলিটি এন্ড সিস্টেমের প্রহসন।
এহেন মানব সভ্যতায় খুব বেশি আনন্দিত বা অধিক বেদনার্ত হবার কিছুই নাই …
এহেন মানব সভ্যতায় খুব বেশি আনন্দিত বা অধিক বেদনার্ত হবার কিছুই নাই …
অধিকাংশ আমরা পড়ে থাকতে বাধ্য - কেমনে বাচমু আর কি খামু শুধু এই নিয়াই !
(৯৯.৯৯ ভাগেরই আসলে কিছু করার নাই )
21.11.2022
(৯৯.৯৯ ভাগেরই আসলে কিছু করার নাই )
21.11.2022
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন