#govindanaammera
🔸🔸🔸🔸🔸🔸🔸
গতানুগতিক বলিউড মুভি এখন আর বিগত দশকগুলোর মত চলছে না। গোভিন্দা নাম মেরে OTT তে রিলিজের সাথে সাথে দর্শক প্রিয়তা পাচ্ছে কারণ ঐটাই - গতানুগতিক নয় বরং Off beat entertaining মুভি ।
আমি ১০ এ ৭ নম্বর দিয়েছি।
কিছুটা ডার্ক, আর কিছুটা পিউর কমেডি সাথে কয়েক মুঠো মিষ্ট্রি আর থ্রিল সংমিশ্রনে মুভির কাহিনী গড়ে উঠেছে । থ্রিল আর মিষ্ট্রির মধ্যে একটা স্লো মুভমেন্ট থিলো যার কারণে দর্শকের পক্ষে পিন পয়েন্ট pre guess খুব একটা সহজ হবে না । তবে অনেক হিন্দি মুভি দেখার ফলে বড় কোন অভিনেতা/ অভিনেত্রি কতটুকু পর্যায় পর্যন্ত মুভিতে তার ভূমিকার প্রাধান্য না থাকলে অভিনয় করেন না সেই ধারনা থেকে মার্ডার মিষ্ট্রিটুকুন কেবল আমি পূর্বেই ধারনা করতে পেরেছিলাম । কিন্তু সন্দেহ ছিলো বলেই শেষ পর্যন্ত সাসপেন্স আমার কাছে অটুট ছিলো।
কাহিনী বিষয়ে কোন স্পয়লার দিচ্ছি না । নো স্পয়লারই আমার মুভি রিভিউয়ের motto.
উইক এন্ডের ঘন্টা দুয়েক সময় হালকা সাসপেন্সে ভালো ভাবে কেটে যাবে এই মুভি দেখতে বসলে আশা করা যায় ।ওহ! ভিকি কৌশালও তার অভিনয় দক্ষতায় দর্শকের আশা একটুও নষ্ট করে নি । he is a superb actor .
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন