পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

জ্ঞান এবং বিজ্ঞান -01

 কয়েকদিন ধরে ‘জ্ঞান এবং বিজ্ঞান’ এর আক্ষরিক তুলনামূলক আলোচনা ঘাটতেছিলাম।

ফেসবুকে বিবর্তন বিষয়ে কতেক উড়াধরা পোষ্ট দেখে হঠাৎ একটা তুলনামূলক উদাহরণ স্পষ্ট হলো —-
জ্ঞানঃ বাংলাদেশে শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের অধিকাংশ কোন প্রমান ছাড়া মস্তিষ্কে ধারণ করে রাখা একটি বাক্য -‘ডারউইন বলেছে বানর থেকে মানুষের বিবর্তন হয়েছে ‘
বিজ্ঞানঃ ডারউইন তার ওরিজিন অব স্পিসিস প্রকাশের ১২ বছর পর ১৮৭১ সালে প্রকাশিত তার আরেকটি বই ‘The Descent of Man' এ ধারনা দিয়েছেন যে ‘বর্তমান মানুষ আর বানর উভয়ের একটি কমন এনসেস্টর ছিলো’
যা পরবর্তীতে বিজ্ঞানীরা হাজারো আদি মানুষের প্রাপ্ত জীবাশ্ম গবেষণা করে প্রচুর প্রমাণ দিয়েছেন ।
———-
(বিঃদ্রঃ। এনসেস্টরের বাংলা প্রতিশব্দ ‘পূর্বপুরুষ’ আমি ব্যবহার করতে চাই না কারণ এটা একটা সেক্সিস্ট বাংলা শব্দ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন