একটা সময় পার্থ বড়ুয়ার এই ’পথিক’ গানটা ছিলো নিত্য শ্রবনীয় ।
পথিক নামও ধারণ করেছিলাম - ঐ টা ছিলো Somewhereinblog.net এ আমার আইডির মাধ্যমে ।
একদম সেই প্রথম জেনারেশনেক সামু ব্লগারের একজন দূর্বল সদস্য ছিলাম । ২০০৬ এর জানুয়ারীতে জয়েন করেছিলাম - পথিক!!!!!!! নামে। এখনও পুরান ব্লগারা যারা মনে রেখেছেন অনেকেই ঐ নামেই চেনেন ।
কিন্তু অনেক বছর আগে একবার সামুর পাসওয়ার্ড রিট্রিভ করে ঢুকে দেখেছিলাম পুরান পোষ্ট তারা সব উধাও করে দিয়েছে …
তারপর ২০১০ এ একবার ফেসবুক আইডি খেয়ে দিলো - ২০০৬ থেকে ২০১০ ফেসবুকেস সব ইতিহাস এক নিমিষে পাঁতিহাস হয়ে গেলো…
মাঝে ২০০৯-১০ এ কোন একবার হার্ডডিস্ক নষ্ট হয়েও হারায় গেছিলো অনেক ডিজিটাইসড কবিতা ও গল্প …
২০১৭ তে বাংলাদেশ থেকে নিয়ে আসা ল্যাপটপ হার্টএট্যাকে মরে গেলো - কি কি যে হারিয়ে গেলো আর পাওয়া গেলো না জানার ভাবার সময়ও ছিলো না তখন …
২০২২ এর ডিসেম্বরে গেলো আবার ফেসবুক আইডি… মেইন স্ট্রীম, ছোটকাগজ, ব্লগের লেখা ততদিনে আর লেখা হয় না … যা লিখতাম তা ঐ ফেসবুকেই …
কুলকিনারাহীন লেখাযোখা গেলো ধুলোয়!
www.mamunmaziz.com এ যতটুকু রি পোষ্ট করেছি ঐ টুকুই হয়তো আছে …
এইটাও যেতে পারে, হ্যাক হতে পারে, ক্রাশ করতে পারে …
এই যে লেখা গুলোর মৃত্যু … এইটা মনে করিয়ে দেয় আমি আজও - পথিক!
পথের মানুষের কাথে অতীতের কিছু থাকলেই বরং ভার বেশি, হাঁটা কষ্ট।
মাঝে মাঝে মনে হয় অকাল কুষ্মান্ড লেখা দিয়ে ছাপানো গুটি কতেক বই যদি কোথাও কোন শেলফে কারও পরে থাকে সেইগুলাও হারায় গেলে ভালো …
হারিয়ে যাওয়া জিনিস নিয়ে আমার একসময় নিদারুন কষ্ট হইতো … মাথায় ঘুরতো … এখন এইটা প্রায় টেন্ডস টু শূন্যের কাছে নিয়ে এসেছি…এখন দ্রুত যাতনা ডাইলিউট হয়ে যায় ।
সাড়ে তিন ডজন বয়সের অভিজ্ঞতায় এইটা আমার অর্জন - শান্তিতে থাকার গোপন টোটকা!
🔸এক মিনিট আগে কি হয়ে গেছে ঐটার হা হুতাশ করে আসলেই কোন লাভ নেই, এখন কি হচ্ছে এবং এক মিনিট পরে কি হবে সেইটা যথাযথ করার চেষ্টাটাই উত্তম। 🔸
কিন্তু আমি আবার ইতিহাস ভালোবাসি - ইতিহাসই বলে দেয় মানুষ কখনওই কেউ সমস্যা মুক্ত ছিলো না ।
#ইতিহাস
#পথিক!!!!!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন