আমি ঐ সারাহ মেয়েটার (https://www.prothomalo.com/opinion/column/e81do1bpts...) ঐতিহাসিক অবদানের পর বিশ্বাস করতে চাচ্ছি … বাংলাদেশে একদিন মরনোত্তর চক্ষুদান স্লোগানের মতই একটা সার্বজনিন স্লোগান হয়ে উঠবে -
শুধু আপনি বিশ্বাস করলেই হয়ে যায় ।
যত মানুষ হাসপাতালে মারা যায় তাঁদের সামান্য অংশও যদি মরনোত্তর কিডনী দান করত … !
বাংলাদেশে নিকট আত্মীয় না হলে কিডনী দান করতে পারবেনা এমন যে আইন ছিলো সেটা কিন্তু ২০১৯ সালে সংশোধন করা হয়েছে ( রেফারেন্স ঃ https://www.bbc.com/bengali/news-50669597)
নিচের প্রতিবেদন বলছে বাংলাদেশে কিডনী রোগীর সংখ্যা ২ কোটি।
মরনোত্তর কিডনী দানের বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ তা এ সংখ্যা দেখেই অনুধাবনযোগ্য।
আমি ক্ষুদ্র মানুষ এই পাতায় চিল্লালে কিছুই হবে না। সম্মিলিত চিৎকার দরকার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন