বই পাঠের আমি তিনটে উপযোগিতা উপলব্ধ করতে পারিঃ
১। সাধারণ জ্ঞান অর্জন ( সত্য+মিথ্যা বা যৌক্তিক+অযৌক্তিক)
২। বিশেষ জ্ঞান ( বিজ্ঞান বা প্রমাণিত জ্ঞান)
৩। বিনোদন ।
অষ্ট্রেলিয়ান নাগরিক বা Aussie পুচ্ছ ধারণ করার কারণে অনেক বছর ধরে বাংলাদেশে আমার প্রাণের প্রিয় একুশে বইমেলায় পদার্পন করা সম্ভব হয় নাই। সম্মুখে সম্ভাবনাও ক্ষীণ ।
নতুন নতুন বইয়ের হার্ডকপি থেকে তাই ১ এবং ২ উপলব্ধ করা যাচ্ছে না আর, তথাপি ‘বিনোদন’ জ্ঞাপ পূরণ করছে প্রতিবছর
লেখক, প্রকাশক আর তথাকথিত বাংলা সাহিত্যের স্বঘোষিত হর্তাকর্তা বাংলা একাদেমীর মধ্যে ত্রিমুখি ‘বচসা’ বা ‘বাহাস’।
এবারেও চলছে ।
তর্ক - বির্তক বা আরগুমেন্ট ঘুনে ধরা কোন কিছু পরিবর্তনের জন্য সবচেয়ে কার্যকরি একটা পন্থা । তারোপর আর্গুমেন্টে আছে দর্শককের জন্য বিনোদন ।
কেবল সুখকর পরিবর্তনের দীর্ঘ অপেক্ষাটা হইলো যাতনার ।
#বইমেলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন