পৃষ্ঠাসমূহ

সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

"তারা একে অপরকে ভালোবাসতো"

 


"তারা একে অপরকে ভালোবাসতো"

//(Sie liebten sich beide)
- মূল: Heinrich Heine//
অনুবাদ : Mamun M. Aziz

তারা একে অপরকে ভালোবাসতো, অবশ্য তাদের
কেউই অন্যকে বলার জন্য হয়নি অভিলাষী;
পরস্পরের দিকে শত্রুমনোভাবে তাকাতো তারা
যদিও ভালোবেসে তারা মরণ সুধাও পিয়াসী।
শেষোবধি এক থেকে অপর দূর হয়ে গেলো তারা,
কেবল পরস্পর দেখা হতো মাঝেসাঝে স্বপনে;
অনেককাল হয়ে গেছে তারা দুজনে মৃত
এবং হয়তো তারা জানতোই না ভালোবাসা-বাসি গোপনে 


(Sie liebten sich beide
Sie liebten sich beide, doch keiner
Wollt’ es dem andern gestehn;
Sie sahen sich an so feindlich,
Und wollten vor Liebe vergehn.
Sie trennten sich endlich und sah’n sich
Nur noch zuweilen im Traum;
Sie waren längst gestorben
Und wussten es selber kaum.)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন