এই কথাটাইতো কতবার আগে facebook আইডিতে বলেছি …
যারা হাসপাতালে মারা যান তাদের অধিকাংশ মানুষ যদি কিডনী দান করে যেতো তাইলে কিডনী নষ্ট হয়ে যাওয়া মানুষগুলোকে জীবিত ব্যক্তির থেকে নিদারুন প্রচেষ্টায় একটি কিডনী ধার করে বাচতে হতো না ।
স্যালুট এই মেয়েকে । মাত্র ২০ বছর বয়স… পৃথিবী
ত্যাগ করতে হলো কিন্তু মরার পরেও জীবনকে অর্থবহ করে গেলো দুইজন মানুষকে কিডনী দিয়ে …
ডাক্তাররা এই বিষয়ে সচেতন করতে অগ্রবর্তী হয়না বাংলাদেশে - সেইটাও অবাক করে আমাকে ?
কারও যখন কিডনী নষ্ট হয়ে যায় তখন জীবিত ডোনার খুঁজে কিডনী নিতে যে দেশে কারও আপত্তি থাকে না , সেখানে মরে যাবার পর কিডনী, কর্ণিয়া এইসব স্থানান্তর যোগ্য অঙ্গগুলো দান করে যেতে সেই মানুষগুলোরই আগ্রহ থাকে না … অদ্ভুত মানুষ!
বিষয়টি রাষ্ট্রীয়ভাবে উদ্বুদ্ধ করার প্রয়োজন মনে করি । সেই কাজে এই ঘটনা ও সারাহর রেখে যাওয়া দৃষ্টান্ত ঐতিহাসিক …
Let's start a culture of organ donation in Bangladesh.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন