#pathaanmovie
বক্স অফিস রেকর্ড ব্রেকিং হয়ে গেছে ইতোমধ্যে তাও নন হলিডে রিলিজেই ।
কিং খানের ব্রান্ড ভেল্যু একদম কাজে লেগেছে, সাথে কুইন দীপিকা আর বেস্ট ফিজিক্ আব্রাহাম তড়কা তো আছেই।
তবে পুরোমুভিতে আমার কাছে বেস্ট অংশ হচ্ছে টাইগার-পাঠান দ্বৈতের যুগল একশন … চরম বন্ধু মনোভাব দু’জনের; আর দুইজন টপ ব্রান্ড একটর একসাথে দর্শককে ঝটকা দিতে পেরেছে বলেই ঐ মুহুর্তটুকু বেস্ট।
ম্যাকিং চমৎকার। ভিএফেক্স মাঝে মাঝে কার্টুন মনে হতে পারে তা সে তো বিলিয়ন ডলারের মার্ভেল মুভিতেও হয় ।
ছবির কাহিনীতে এসে আসলে একটু মার খেয়ে গেছে - গতবাধা স্পাই কাহিনী, টাইগার সিরিজ বা ওয়ার, সেগুলোরই ছাপ …
আর ছাপ তো থাকবেই - ইয়াশ রাজ তো আসলে বানাতে চেয়েছে YRF SPY UNIVERSE (https://en.m.wikipedia.org/wiki/YRF_Spy_Universe) মুভি।
পাঠানে এ এসে আদিত্য চোপরা আসলে
টাইগার ( সালমান খান), কবির ( ঋত্বিক, ওয়ার মুভি) পাঠান ( শাহরুখ খান) … সবাই কে এক সাথে জোড়ার একটা প্রয়াশ দেখিয়েছেন …
এইটা ভালো … স্পাই থ্রিলারেরে কদর হলিউডে বহুকাল ধরেই… বলিউডও এগিয়ে চলেছে …
হয়তো অদূর ভবিষ্যতে কোন মুভিতে
সালমান, শাহরুখ, ঋত্বিক আর টাইগার শ্রফ একসাথে দেখা যাবে …
বলিউডকে চাঙ্গা কপতে ইয়াশ রাজের এই স্পাই উইনিভার্সের কনসেপ্ট ভালো লেগেছে ।
মুভির রেটিং দেবো আমি ৭.৭৫।
#moviereview
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন