পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

আসিতেছে গভীর AI

( বইয়ের এড দিচ্ছি না …! AI নিয়ে কথা বলছি)



অনুজ Tahmidur Rahman এর সাথে যৌথ ভাবে প্রকাশিত ( ৭/৮ বছর আগে) এই বইটিতে আমার একটা সিরিজ সাই ফাই ছিলো … আমরা মানুষ যেমন পূর্ব অভিজ্ঞতা ও জানা জ্ঞান থেকে আসলে সকল  সিদ্ধান্ত গ্রহণ করি তেমনি ঐ সিরিজের প্রোটাগনিষ্ট রোবট কমন ক্লাউড থেকে কোন বিষয়ের সকল ইতিহাস ঘেটে তার থেকে সিদ্ধান্ত নেয়া শুরু করেছিলো … গল্পের সময়কাল ধরে নেয়া হয়েছিলো পৃথিবীর সমস্ত ইতিহাস ও জ্ঞান ওয়েবে সংরক্ষণ করা হয়ে গেছে এবং কমন ক্লাউড থেকে তা ক্ষেত্র বিশেষে একসেস করা সম্ভব । রোবটটি ইতিহাস ঘেটে দেখেছে মানব জাতির ইতিহাসে যুদ্ধ আর যুদ্ধ … যদিও যুদ্ধ ক্ষতিকর কিন্তু যুদ্ধের যত যুক্তি আর প্রয়োজনীয়তাও ইতিহাসে লিপিবদ্ধ তা থেকে সহজেই যুদ্ধ করার মত পজিটিভ সিদ্ধান্তে রোবটটি পৌঁছে যায় …


তো হালের হটটপিক চ্যাটজিবিটি বা আর যত AI আসিতেছে তারাও তো সেই কাজই করছে … তার একসিসেসবল ওয়েবের ডাটাবেজে সংরক্ষিত জ্ঞান ও ইতিহাস ঘেঁটে সে সকল উত্তর দিচ্ছে, গল্প বানাচ্ছে …


ডাটাবেজ যত সমৃদ্ধ হবে উত্তর আর গল্প তত সমৃদ্ধ হবে। 

যদি AI কে বলা হয় একটা কবিতা লিখতে মিষ্টি হাসি নিয়ে , সে তার একসেসে যত মিষ্টি হাসি নিয়ে  কবিতা পাবে তা থেকে মিলিয়ে ঝিলিয়ে একটা কবিতা লিখে দিতেও পারে…

মানুষের পক্ষে তার ব্রেনে দুনিয়ার কয়টা আর মিষ্টি হাসি নিয়ে লেখা কবিতা ধারণ করেত পারে, মানুষ তো নকলই পরীক্ষা করতে পারবে না AI এর সাথে পাল্লা দিয়ে …


FM রেডিওতে গাড়ী চালাতে চালাতে শুনছিলাম , AI এর তৈরী গান, মিউজিক… বাহ! এমন সময় আসতে যাচ্ছে মানুষের কন্ঠে হয়তো গান শোনার লোক থাকবে না …


গুগল নাকি ইতোমধ্যে Text থেকে গান বানানোর এপসও বানিয়ে ফেলেছে - MUSIC LM(Google Music Language Model) । কিন্তু মার্কেটে ছাড়ছে না। কারণ AI যে মিউজিক বানাচ্ছে তা ইতিহাসের কোন না কোন মিউজিকের সাথে একটু আধটু মিলে যাচ্ছে- সেখানে কপিরাইট ইস্যু এসে যাচ্ছে… এইটাও এমন সময় আসবে একদম নতুন মিউজিক বানায় ছাড়বে ঠিকই …


AI সামনে মুভির স্ক্রিপ্টও লিখে দেবে নিশ্চিত …

লিখে দেবে বইমেলার বেস্ট সেলার বুক…


মানুষের মস্তিষ্কের বিবর্তন দ্রুত হওয়া দরকার, না হলে AI যদি কম্পিটেটর হয়েই যায়, দূর্বল মস্তিষ্কের টিকে থাকা পুরোই কষ্টকর হয়ে যাবে …


#AI

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন