যে কবিতা ঘুনে ধরা ভিতের কথা বলে না
প্রচলিত নানা ভ্রান্তির কথা বলে না
যে কবিতা বলে না যাতনার উত্তরণ
কিংবা নব সংস্কার আর অতীতের সুপ্ত রহস্য
যে কবিতা আধমরাদের ঘা মেরে জাগায় না
যে কবিতা পরিবর্তনের কথা বলে না
যে কবিতা বলে না ভালবাসার উৎসরণ
বলে না মানবতার নব নব জাগরণ
যে কবিতায় ওঠে না ফুটে এত এত কুসংস্কার
কিংবা যে কবিতায় বাজেনা মোটেও আর্তের ডংকার…
সে কবিতা পারসনাল লেভেলে কবিতা হতে পারে
কিন্তু সে কবিতা মোটেও সমাজ, রাষ্ট্র ও বিশ্বের নয় ।
৩/২/২০২৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন