Jessica Watson একজন অষ্ট্রেলিয়ান ন্যাশনাল হিরো। মাত্র ১৬ বছর বয়সে ২০০৯ সালে সে circumnavigation সম্পন্ন করেছিলো মানে সে অষ্ট্রেলিয়ার সিডনী থেকে একটা ছোট বোট নিয়ে পৃথিবীর পরিধি বরাবর একা কোথাও না থেমে কোন সহায়তা ছাড়া ২১০ দিন পর সিডনীর একই স্থানে ফিরে এসেছিলো।
তার সেই অভাবনীয় এডভেঞ্চার এর ঘটনা সে নিজের লেখা বই ‘ True Sprit’ তে বর্ণনা করেছে, সেই বইয়ের এডাপশন নিয়ে নির্মিত Netflix এ মুক্তি পাওয়া মুভি #truespirit.
Australian actress Teagan Croft এর দৃষ্টিকারা অভিনয়ে জেসিকা ওয়াটসনের সেই অতুলনীয় অভিযানের পুরো ঘটনা ফুটে উঠেছে চমৎকার ব্যঞ্জনায়।
আমি রেটিং দেবো ৭.৫/১০।
#moviereview
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন