পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ মার্চ, ২০২৩

সিস্টেম এরর -দূর্ভাগ্য কেনো হইবে

একজন আমার এক দীর্ঘতর সমস্যার বিষয়ে সান্ত্বনা দিতে কহিলোঃ কিছু করার নাই আসলে এটা ব্যাড লাক (দূর্ভাগ্য) ।

আমি কইলাম ঠিক এইখানে ভাগ্যের চেয়ে আমি হিউম্যান এরর বা আরও স্পেসিফিকালি হিউম্যান ম্যাড সিস্টেম এরর কে দোষারোপ করিবো।
কারণঃ একজন ‘ক’ এর তিন তলায় ওঠার ক্ষমতা রয়েছে। সে তিনতলায় উঠিবে সেখান থেক একটা মই নামাবে সেই মই দিয়া আমি উপরে উঠিব, এই হলো চুক্তি। আমি সেই মোতাবেক নির্দিষ্ট সময়ে যথাযথ স্থানে দাঁড়ায়ে মই এর অপেক্ষা করিবো ।
এদিকে সেই ‘ক’ তিনতলার জায়গায় ১০ তলায় উঠে বসে আছে , তিন তলা থেকে মই নামাবে সে পরে, আগে ১০ তলা থেকে মই নামিয়ে আরও লোক ১০ তলায় উঠাবার তার লোভী প্লান। কিন্তু তার কাছে তো দশ তলা পর্যন্ত মই নাই । সেই মই যোগাড় করতে করতে অর্থনৈতিক কাহিল হইয়া সে আর যখন কুলাইতে পারিলো না সে দশতলার উপর থেকে হেলিকপ্টারে পালায়ে চলিয়া গেলো সব ফেলে।
এদিকে আমি যে নিচে মইয়ের অপেক্ষায় বসিয়া আছি তো আছিই ইহা আমার দূর্ভাগ্য কেনো হইবে বরং সেই ‘ক’ তিনতলা হতে মই নামানোর ক্ষমতা লইয়া ১০ তলায় উঠিয়া যাইতে আইন বা সিস্টেম লংঘন না করিয়াই পারিয়াছে - সেইটা আইন ও সিস্টেমর এরর, হিউম্যান এরর।
▫️সিস্টেম এররের গ্যাঁড়াকলে পড়াকে আমি দূর্ভাগ্য মনে করি না, বরং ঐ এররের বিরুদ্ধে গিয়ে উহা ঠিক করতে না পারায় অক্ষম সেটা বড়জোর মনে করতে পারি▫️

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন