পৃষ্ঠাসমূহ

বুধবার, ২২ মার্চ, ২০২৩

পরিবেশ-পরিস্থিতি & শিক্ষা


পরিবেশ এ পরিস্থিতি হলো মানুষের অন্যতম এডুকেটর বা শিক্ষক। কথা হলো শিখতে হলে স্টুডেন্টকেওতো স্টুডিয়াস হতে হবে।


মোটামুটি নির্দিষ্ট টাইমে শুরু করে নির্দিষ্ট টাইমে গন্তব্যে পৌঁছে দেয়া বাসে বসে যে শিক্ষা হয় তার চেয়ে ঢেড় শিক্ষা হতো খামার বাড়ী মোড়ে দাঁড়িয়ে কোন একটা লোকাল বাসে উঠে পড়তে পারার সফলতার সুখ যখন যানজটে তরলিত হয়ে গুলিস্থান কতদূর কত ঘন্টার পথ সে হিসেব কষার চেষ্টার ফাঁকে চারপাশে কতেক হাতাহাতি, উচ্চস্বরে ভাড়া বিতন্ডা, ভাংটি জটিলতা, কারও হাসপাস, দেশ ও দশের সকল সমস্যার সমাধানজনিত বার্তালাপ, কোন নারীর অনাবৃত চর্মাংশে তাক করা কয়েক ডর্জন পুরুষালি লালস চোখ আর বহিঃ অঞ্চলে ভেরাইটিস জীবন নাটকের নানা পদ লাইভ মঞ্চায়ন দেখতে দেখতে; বলে রাখা ভালো সেই শিক্ষায় নিতম্ব কোন আসনে আসিন নাকি দন্ডায়মান কন্ডিশনে দেদুল্যমান তার সাথেও শিক্ষা গ্রহনের একটা কো-রিলেশন বা সম্পর্ক থাকা একদম অমূলক নয়।

#পরিবেশপরিস্থিতি
#শিক্ষা 
#Brisbane

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন