‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’
নারীর অনেক দীর্ঘকালের ঘর বন্দী অবস্থানটাকে আগে লিখে ওটার উপর বাক্যে জোর দেয়া হয়ে গেছে — এইটা আমার কাছে কিঞ্চিৎ সমস্যা, বেশি নয়। এর চেয়ে বড় সমস্যা মুক্তি ও সমতা বিন্দুও এখনও বাংলাদেশে হাসিলই হয় নাই নারীদের।
‘ব্যবসা সামলাই, ঘরও সামলাই’
এইরকম হলে বরং ঐ দীর্ঘকালের গৃহবন্দী দশাটা সেকেন্ডারী কাজ হিসাবে বাক্যে আসত, মুক্ত দশাটা হাইলাইট হইতো বরং তখন - এই আর কি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন