বালুচর না চোরাবালি
শূন্যতা বালিরও তলে
সব কিছু গিলেছে বলে
হাহাকার নেই, নেই কোন
যা ছিল হাঁটার সময় তার
বালুচরে …
বালুঝরে…
যখন ভরা মন ভরা জীবন
জল এলে ঢেউয়ে ঢেউয়ে
লেপ্টে যায় গায়ে কত বালি,
একটা ভরা একটা খালি
বালুচর না চোরাবালি;
একটা শূন্যতা আরেকটা
খালি শূন্যতার ভেতরে
একটা মিথ্যা আরেকটা
সত্য শুধু মিথ্যার ভেতরে ॥
স্থান ঃ ১৫০ নম্বর বাস , ব্রীসবেন
১০/৫/২০২৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন