পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

ভাগ্য ভালো বনাম কপাল পোড়া

একটা গল্পঃ


পুকুর পারে গোসল থেকে উঠে পারুল কাঁদছিলো। পারুলের বয়স ১৭ বছর হবে। কান্না শুনে প্রতিবেশি বান্ধবী আয়না ছুটে এসে জিজ্ঞাস করলো , তোর কি হইছে সখি?

পারুল কাঁদতে কাঁদতে বললো, ডুব দিয়ে উঠছিলাম আর চুলে টান লেগে গলার সোনার চেইনটা খুলে পরে গেলো, আমি ধরতে ধরতে চেইনডা পানিতে ডুইবা গেলো..


আয়না স্বান্তনা দিয়ে বললো, কান্দিস না

সখা, দুইদিন আগে আমার গলার সোনার এই চেইনটাও খুইলা পানিতে পইরা গেছিলো, ভাগ্য ভালো হাত দিয়া থাবা দিতেই হাতে আটকাই গেলো পানিতে ডুইবা যাওনের আগে…এমন হইতেই পারে, আফসোস করিস না…ধর ঐটা তোর কপালে আছিলো না।


পারুল তার বান্ধবীর এহেন স্বান্তনা বাণী শুইনা কান্না মুছে বললো, তুই কি নিজেরে ভাগ্যবান আর আমারে কপালপোড়া কইতে চাইলি… দাঁড়া তুই … তুই দিবি সান্তনা, তা না - দিলি কি কাটা ঘায়ে নুন!!! 

বলে পারুল উঠে দৌড়ানি দিলো আয়নাকে |


( ঈশপীয় জ্ঞানঃ স্বান্তনা দিতে গিয়া ভিক্টিমরে হতভাগা কইলে কইলাম শাপে বর হইতে পারে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন