পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৮ জুন, ২০২৩

অশূন্য গহ্বরে হারানো সময়

যখন হারিয়ে যায় সময় 

স্মৃতি বিস্মৃতি বা শর্ট টার্ম মেমোরি লসের কথা বলছিনা
বলছি কেবল যখন সময় হারিয়ে যায়
টাইম ট্রাভেল জনিত অতি কল্পনার কথাও বলছিনা 
বলছি যে একটা সময়  মানুষের কারও হারিয়ে যায়
যার কোন ইতিহাস থাকে না 
যার কোন থাকেনা রঙধনু রঙ ছাপ
যার ধারনা অনেকটা মস্তিষ্কের প্রসেসরে এক অশূন্য গহ্বর
যেখানে সব আছে যাপিত জীবনের অথচ
নেই অনেক কিছুই আর বাস্তবে যা ছিল ঐ সময়ে 
যা হারিয়ে গেছে , মিশে গেছে অশূন্য গহ্বরে 
যে গহ্বরে ঢোকা যায়না , ছোঁয়া যায়না, দেখা যায়না
শুধু জানা যায় ওখানে কিছু সময় - হারিয়ে গেছে !

(অশূন্য গহ্বরে হারানো সময়) 
মামুন ম আজিজ
২৮/৬/২০২৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন