পৃষ্ঠাসমূহ

বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

empathy vs sympathy

 আজ মহান ভাষা দিবস 

এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌐


আজকে আরও দুটি ইংরেজী শব্দের বাংলা শেখার চেষ্টা করবো!




বাংলা ভাষায় আমারা একটা শব্দ জানি - সহানুভূতি ।


গুগল করলে সহানুভূতির ইংরেজী দেখায় Sympathy ।

ইংরেজীতে আরও একটা শব্দ রয়েছে - Empathy , গুগল করলে Empathy এর বাংলাও দেখায় - সহানুভূতি ।


সংগত কারণে স্কুলে যখন আমরা সহানুভূতি আর Sympathy শব্দ শিখেছিলাম তখন Empathy কি তা কেউ শেখায় নি, শেখায় নি কেনো ইংরেজিতে দুইটা আলাদা শব্দ?


আসলে বাংলায় Emapthy  এর একটা সুন্দর প্রতিশব্দও আছে, হয়তো আমরা অনেকেই তা জানি না - সমানুভূতি।


সহজ উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে - 

ধরেন আপনার ১০ বছর বয়সি কন্যা হঠাৎ রাতে ঘুম ভেঙে আপনাকে ডেকে তুলে বললো, বাবা বাবা আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি, তারপর সে বর্ণনাও করলো।

আপনি ঢুলু ঢুলু চোখে শুনে বলেলন - তুমি ভয় পেয়েছো মা, আমি সরি ফর দ্যাট, স্বপ্ন বাস্তব না , শোও , ঘুমিয়ে পড় - এইটা বলা যেতে পারে Sympathy বা সহানুভূতি ।


আর যদি আপনি তার ভয়ের স্বপ্ন শুনে তাকে জড়িয়ে ধরেন, আদর করেন, কাছে নিয়ে বলেন আমিও ঠিক এরকম ভয়ের একটা স্বপ্ন দেখেছি আগে, আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে, কাছে আমি তোমার কপালে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেই, তুমি ভাবতে থাক বাবা মার সাথে তোমার খুব পছন্দের কন সাগর তীরে হেঁটে বেড়াচ্ছ …

এইটা হতে পারে Empathy বা সমানুভূতির এর একটা সহল উদাহরণ ।


একদম সংক্ষেপে Sympathy হলো কারও আবেগ- অনুভূতি-দুঃখ বোঝার চেষ্টা করা ও রেসপন্স করা 

আর Empathy সেই একই জিনিষ বুঝে তার অংশীদার হবার চেষ্টা করা ও রেসপন্স করা ।


দুটো বিষয়েরই উপযোগিতা ও প্রয়োজনীয়তা রয়েছে তবে নিকট জনের সাথে empathy বেশি উপযোগী। 


#empathy

#sympathy

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন