📚ফেব্রুয়ারি মাস - সঠিক অর্থে দুইটা বাংলা শব্দ শিখি 😶
——— ——— ———- ——- ———
Humanism এবং Humanitarianism
এই উভয় শব্দ বাংলায় ভাষান্তর খুঁজলে দেখা যাবে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন একটাই অর্থ দেখায় - “মানবতাবাদ” ।
অথচ দুটি শব্দের সংগা সম্পূর্ণ আলাদা।
অক্সফোর্ড আর কেমব্রীজ ডিকসনারী থেকে স্ক্রীন শট ছবি আকারে নিচে সংযুক্ত করা হলো বোঝার জন্য।
বাংলায় আমরা যে “মানবতাবাদ” বলি সেটা আসলে Humannitarianism এর বাংলা প্রতিশব্দ যার অর্থ একদম সহজ কথায় “মানুষের কল্যানের জন্য যে চর্চা”।
আর Huamnism এর বাংলা বলা যায় “মানববাদ”, অর্থাৎ একদম সহজ কথায় “মানবকে কেন্দ্র করে ও মানবের অভিজ্ঞতা ও অগ্রগতির জ্ঞানের চর্চা” যা কোন অলৌকিকতা বিবর্জিত এবং মানুষের দর্শন, অভিজ্ঞতা, বিজ্ঞান এবং যুক্তি এসবের ভিত্তিতে মানুষের অগ্রগতির জন্য চর্চিত হয়।
——- ——— ———
সহজাতভাবে Humanitarianism থেকে আসবে শব্দ Humanitarian মানে “মানবতাবাদী”।
আর
Humanism থেকে আসবে শব্দ Humanist মানে “মানববাদী”।
যদিও বাংলাতে Humanitarian এবং Humanist উভয়কেই সম্ভবত লেখা হচ্ছে একই শব্দে মানবতাবাদী।
——- ——— ———
#humanism
#humanitarianism
#humanitarian
#humanist
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন