পৃষ্ঠাসমূহ

সোমবার, ৪ মার্চ, ২০২৪

বই প্রকাশ সমালোচনা

 বইমেলার প্রকাশনা- আয়- ব্যয়-লেখক রয়্যালিটি এগুলোর অর্থ সংখ্যা যা ফেসবুকে বা নিউজ মিডিয়ায় আসতেছে তা থেকে বোঝাই যায় প্রকাশনা ও সাহিত্য শিল্প 

বাংলাদেশে এখন আর কোন বানিজ্য নয় … পুঁজিবাদি অর্থনৈতিক ব্যবস্থায় হেল্দি বানিজ্য না হলে শিল্প সাসটেইন করানো সম্ভব বলে প্রতীয়মান হয় না ।


এত এত কাগজ-প্রিন্ট-চটকদার হার্ড বাঁধানো এসবের এই বিপুল ব্যয় তবুও চলেছে, এর পেছনে কিছু হিডেন অর্থ যোগান আছে যা আসলে প্রকশনা পুরোপুরি ধ্বসে হয়ে যেতে দেয় না - দুটো হিডেন মানির বিষয় আমি একটু জানি - ১. বিশাল সংখ্যায় লেখকদের নিজ অর্থ ব্যয়, ২. বহু প্রকাশক বইমেলা শেষে সরকারী বই ক্রয় ব্যবস্থায় বই দিয়ে সরকারী অর্থ প্রাপ্তি করে ।


🟪🟪🟪📚🟪🟪🟪


আমার শৈশবে আমি মূলত তিনটে বইয়ের দোকান থেকে নতুন বই কিনতাম - মৌচাক মার্কেটর মাঝখানে যে বিশাল বুক স্টল ছিলো, জসিমউদ্দিন রোড থেকে বেরিয়ে মতিঝিল কলোনীর দিকে যাবার পথে গার্মেন্টেসের নিচে দুইটা বইয়ের দোকান ছিলো ( একটার নাম ছিলো জনতা আরেকটা মনে নাই ) ।

ঐ তিন দোকানের একটাও এখন আর আছে বলে মনে হয় না ।

অষ্ট্রেলিয়া এসে দেখলাম এমন কোন শপিং সেন্টার প্রায় নাই যেখানে বড় অন্তত একটা বুক স্টল নাই, তারোপর কেমার্ট, বিগ ডাব্লিউ এর মত বড় মাল্টিস্টোরগুলোতেও নতুন প্রকাশিত সব বই বিক্রি হয় …


বাংলাদেশে গত তিন দশকে দুইটা শিল্প চর্চার স্থান ধীরে ধীরে সব উঠে গেছে - বুক স্টল এবং প্রেক্ষাগৃহ ( সিনেমাহল) ।


🐚শিল্প সাহিত্য ও বিনোদন এবং মুক্ত জ্ঞান চর্চা থেকে যে জাতিকে যত দূরে রাখা যায় তাদের মধ্যে কুসংস্কার ও ভ্রান্তি তত বেশি গেঁড়ে বসে এবং তাদের শোষণ করা তত সহজ হয়ে যায় বলেই মনে হয়🐚


#সমালোচনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন