মূলতঃ মানুষ
শুধু ‘মানুষ’ এই পরিচয়ে অধিকাংশ বাংগালি অস্তিত্ব সংকটে আক্রান্ত হয় — ইহা এক জটিল ও দীর্ঘ সময়ের স্থায়ী বৈশিষ্ট্য হয়ে উঠছে যেন। যে কারণে গাত্র মাঝে অদৃশ্য উপাধি বা দলভুক্তির ব্রান্ডিং করে বা ছাপ লাগিয়ে লাগিয়ে চলে আর সেই আশৈশব দেখে আসছি এক অস্তিত্ব গ্রুপের সাথে আরেক অস্তিত্ব গ্রুপের চলে রক্তারক্তি নামক নিদারুন ব্রুটাল কান্ড এবং কখনও কখনও পটল তোলা তুলি, অথচ তারা সকলে ভুলে যায় তাহারা সকলেই মূলতঃ মানুষ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন